Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

একনজরে

      আধুনিক পদ্ধতিতে উচ্চ ফলনশীল (উফশী) পাট ও পাটবীজ উৎপাদনে কৃষকদের উদ্বুদ্ধকরণ ও সহায়তা প্রদানের লক্ষ্যে পাট অধিদপ্তর কর্তৃক ‘উন্নত প্রযুক্তিনির্ভর পাট ও পাটবীজ উৎপাদন এবং সম্প্রসারণ’ শীর্ষক প্রকল্প দেশের ৪৫টি জেলার ২২৭টি উপজেলায় বাস্তবায়িত হচ্ছে। প্রকল্পের আওতায় প্রতি বছর ৫ লক্ষ ৮০ হাজার জন কৃষকের মাধ্যমে পাট উৎপাদন এবং ৭৫ হাজার জন কৃষকের মাধ্যমে পাটবীজ উৎপাদনের নিমিত্ত বিনামূল্যে বীজ, সার কীটনাশক, কৃষি যন্ত্রপাতিসহ অন্যান্য উপকরণাদি বিনামূল্যে বিতরণ করা হয়। এ ছাড়া পাট ও পাটবীজ চাষাবাদের আধুনিক কলাকৌশল, উন্নত প্রযুক্তিতে পাট পচন, পাটের শ্রেণী বিন্যাস ইত্যাদি বিষয়ে নির্বাচিত চাষীদের জেলা/উপজেলা পর্যায়ে প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে।

 

 পাট অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন উন্নয়ন প্রকল্পের সার-সংক্ষেপ :

প্রকল্পের শিরোনাম

:

উন্নত প্রযুক্তিনির্ভর পাট ও পাটবীজ উৎপাদন এবং সম্প্রসারণ

উদ্যোগী মন্ত্রণালয়

:

বস্ত্র ও পাট মন্ত্রণালয়

বাস্তবায়কারী সংস্থা

:

পাট  অধিদপ্তর

বাস্তবায়নকাল

:

জুলাই, ২০১৮ হতে মার্চ, ২০২৩ পর্যন্ত

প্রাক্কলিত ব্যয়

:

মোট জিওবি - ৩৭৬৪৬.৭৪ লক্ষ টাকা

একনেক সভায় অনুমোদন

:

২৯/০৫/২০১৮ খ্রি:

প্রাক্কলিত ব্যয়

:

৩৭৬৪৬.৭৪ লক্ষ টাকা

মোট জনবল

 

৫৪৩ জন

প্রকল্প এলাকা

:

  • পাট উৎপাদন - ৪৬টি জেলার ২৩০টি উপজেলা
  • পাটবীজ উৎপাদন - ৩৬টি জেলার ১৫০টি উপজেলা
  • পাট পচন - ২৮টি জেলার ১০০টি উপজেলা